প্রধান শিক্ষক

শিক্ষার সুষ্ঠ পরিবেশ গঠনের জন্য প্রয়োজন ছাত্রী ,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত সহযোগিতা। এ লক্ষ্যে আমরা সারা বছরের সিলেবাস প্রণয়ন এবং যথাসময়ে তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। বিদ্যালয়ের নানামূখী উন্নয়ন কর্মকান্ড ও সহ পাঠক্রমিক কার্যক্রম গুলো সম্পর্কে অভিভাবকদেরকে অবহিত করেছি। যাতে করে অভিভাবকগন তাদের সন্তান বা পোষ্যের পাঠ্যক্রম সম্পর্কিত অবহিত হয়ে তার পাঠোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সে লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। আমার বিশ্বাস অভিভাবকগন এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক-শিক্ষিকাদের সাথে যোগাযোগ রেখে তাদের কন্যা সন্তানের/ পোষ্যের পাঠোন্নতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবেন। আমি ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা এবং তাদের সফল কর্মতৎপরতা কামনা করছি। মোঃ দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক হাজীগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হাজীগন্জ , চাঁদপুর। মোবাইলঃ ০১৯৬১-৪৮৭৮০২