Chairman

Chairman

নারী শিক্ষা আদর্শ জাতির ভিত্তি এই শ্লোগানকে সামনে রেখে আদর্শ জাতি গঠনের জন্য সৎ, যোগ্য, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদাই সচেষ্ট। একটি ভগ্ন অবকাঠামোগত অবস্থান হতে বিদ্যালয়কে পরিপূর্ন পরিচ্ছন্ন শিক্ষার উপযোগী স্থানে পরিনত করতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহন করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা গুনগত শিক্ষাকে প্রাধিকার দিয়ে আসছি। প্রতিষ্ঠানটিতে গুনগত শিক্ষা নিশ্চিত করার জন্য মাননীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কীংবদন্তী ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের সার্বিক সহযোগিতায় অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে বিদ্যালয়ে একটি চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের তৃতীয় তলা পর্যন্ত কাজ সমাপ্তির পথে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রম মূলক কার্যক্রমে যথাযথ গুরুত্ব প্রদান করায় বিদ্যালয় জেলা গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে সুনাম বয়ে নিয়ে এসেছে। দীর্ঘ দিনের অনিয়ম অসঙ্গতি দূর করে শিক্ষার পূর্ন পরিবেশ ও শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তার বলয়ে বিদ্যালয়কে উপনীত করেছি। ভবিষ্যতের পথ চলায়, বিদ্যালয়কে সফলতার সর্বোচ্চ আসনে পৌঁছাতে আমাদের এই কর্মযজ্ঞে চাই আপনাদের সহযোগিতামূলক অংশগ্রহন ও সচেতনতা। আমার, আপনার সর্বোপরি সকলের নৈতিক সহযোগিতা ও সচেতনতায় আপনার সন্তানের শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি অত্র বিদ্যালয় সুনামে সাফল্যে দেশের একটি অন্যতম বিদ্যাপীঠে পরিনত হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষার্থীর সাফল্যে , বিদ্যালয়ের গৌরবে আমাদের এই প্রচেষ্টার সাথে আমি সকলের সর্বাত্নক সহযোগিতা ও গঠনমূলক কর্মতৎপরতা একান্তভাবে কামনা করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নারী শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয় হবে বাংলাদেশের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠ, এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের সহায় হউন আমিন। জয় বাংলা। সৈয়দ আহমেদ খসরু, সভাপতি, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মোবাইলঃ ০১৭১৮-২৮৩৬২৭